চাঁপাইনবাবগঞ্জে ৭ ‘জেএমবি’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে সাত জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 11:09 AM
Updated : 12 May 2017, 12:45 PM

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, গত তিন দিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সাড়ে ২২ কেজি পাওয়ার জেল, ২২টি জিহাদি বই উদ্ধার এবং সাত ‘জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল উপজেলার গুঠইল গ্রামের হারুন অর রশিদ (২৫), কামাল উদ্দীন (৩২), বেড়াচকি গ্রামের নাসিম রেজা সাহিন (২০), শ্রীরামপুর গ্রামের ফিরোজ (২২), শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠ্যাপাড়া গ্রামের বাবু (২২), রাঘবপুর গ্রামের আজিজুল হক (৩৮) ও সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়া গ্রামের আব্দুল হাকিম (২০)।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার মোজাহিদুল জানান।

গত ২৬ ও ২৭ এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলায় একটি জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্টে’ চার জঙ্গি নিহত হয়েছিল।