সিরাজগঞ্জে হত্যা মামলায় দুই ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শাহজাহান আলী হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 11:20 AM
Updated : 11 May 2017, 11:21 AM

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার রূপসী গ্রামের শাহেদ আলী ভূইয়ার দুই ছেলে মো. বাবু (৩৫) ও ওসমান আলী (৪০) এবং একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে সামসাদ আলী (৩৮)।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাহান আলীকে কুপিয়ে ও গুলি করে আহত করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পর দিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ-আলম ভূইয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে তিন জনকে আসামি করে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।