ময়মনসিংহে গার্মেন্ট কর্মী ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

ময়মনসিংহের মুক্তাগাছায় এক গার্মেন্ট কর্মীকে দলবেঁধে ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 10:58 AM
Updated : 11 May 2017, 11:39 AM

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মুক্তাগাছা উপজেলার রৌহারচর বাইদা গড়বাড়ীর রসুল মিয়ার ছেলে সুমার আলী (৩২) এবং একই এলাকার জামাল উদ্দিন ফকিরের ছেলে আবুল কালাম (৩৪)।

মামলার বরাত দিয়ে কবীর উদ্দিন ভূঁইয়া জানান, জামালপুর সদর উপজেলার শৈলাকান্দা গ্রামের গার্মেন্ট কর্মী মেয়েটি ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে ঢাকা থেকে বাসে করে মুক্তাগাছায় আসেন। পরে সেখান থেকে জামালপুর যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন।

“অটোরিকশাটি উপজেলার চেঁচুয়া বাজার পৌঁছে জামালপুরের রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় চলে যায়। পরে যাত্রীবেশে থাকা সুমার আলী ও অটোরিকশা চালক মেয়েটির মুখ ওড়না দিয়ে বেঁধে একটি পুকুরের পাড়ে নিয়ে ধর্ষণ করেন।”

এ ঘটনায় ১৫ এপ্রিল দুজনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা করে মেয়েটি।