সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৫০ মণ আম ধ্বংস

কার্বাইড মেশানো আম বাজারজাত করার সময় সাতক্ষীরায় ৫০ মণ আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 12:47 PM
Updated : 10 May 2017, 01:52 PM

বুধবার বেলা ৩টার দিকে সদর উপজেলার চালতেতলা বাজারে অভিযান চালিয়ে এ আম জব্দ করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।

এ সময় দুজনকে আটক করা হয়েছে।

এরা হলেন সদর উপজেলার পারকুখররালী গ্রামের আবদুল মুজিদের ছেলে মো. শহিদুজ্জামান (২৪) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)।

আবু তালেব বলেন, চালতেতলা বাজার এলাকায় সরকারি আদেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের আগেই আম পেড়ে কার্বাইড মিশিয়ে বাজারজাত করা হচ্ছে এমন খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

“অভিযানে কার্বাইড মেশানোর সময় দুইজনকে হাতে নাতে আটক এবং ৫০ মণ আম জব্দ করা হয়।”

পরে ট্রাক্টরের চাকায় পিষ্ট করে আমগুলো নষ্ট করা হয় বলে জানান তিনি।