ফরিদপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

ফরিদপুর শহরের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 10:25 AM
Updated : 10 May 2017, 01:55 PM

বুধবার শহরের কমলাপুর (ডিআইবি বটতলার) একটি পুকুরে পাঁচ থেকে আট কেজি ওজনের চিতল ও রুই মাছ মরে ভেসে ওঠে বলে জানান পুকুরের মালিক মো. আশিকুর রহমান।

তিনি বলেন, পাঁচ বছর ধরে ওই পুকুরে শখের বশে মাছের চাষ করে আসছেন। এরই মধ্যে পাঁচ থেকে আট কেজি ওজনের চিতল ও রুই মাছ হয়েছে পুকুরে।

“বুধবার ভোরে হঠাৎ পুকুরের মাছ ভেসে উঠে মরে যেতে দেখা যায়। কিছু মাছ সংগ্রহ করা হলেও পরে এলাকাবাসী মাছ ধরে নিয়ে গেছে।”

পুকুরে অন্তত ২৫ লাখ টাকার মাছ ছিল দাবি করে তিনি বলেন, একদিন আগেও ওই পুকুর থেকে পাঁচটি মাছ ধরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

“প্রতিবেশীর সঙ্গে একদিন আগে কথাকাটাকাটি হলে তারা ক্ষতি করার হুমকি দেয়। তারাই  এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

বিষ প্রয়োগে মারা মাছ খাওয়া বিষয়ে সিভিল সার্জন অরুণকান্তি বিশ্বাস বলেন, “বিষ প্রয়োগে মারা মাছ না খাওয়াই ভাল। বেশি খেলে সমস্যা হতে পারে। আমি পরামর্শ দেব মাছগুলো মাটিচাপা দেওয়ার।”

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এএসআই রিজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।