এসএসসির ফল পায়নি গাইবান্ধার ৯৮ পরীক্ষার্থী

পাঁচ দিন আগে একযোগে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলেও গাইবান্ধার সাঘাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৯৮ পরীক্ষার্থীর ফল আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 02:45 PM
Updated : 9 May 2017, 02:46 PM

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশাদুল কবির রাঙা জানান, পরীক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণের নম্বর প্রতিষ্ঠান থেকে পাঠানো হলেও তা কারিগরি শিক্ষা বোর্ড পায়নি বলে দাবি করছে। এ কারণে ফল স্থগিত করেছে বোর্ড।

প্রতিষ্ঠানটির মোট ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জনের ফল প্রকাশিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি জানানোর পর নতুন করে বাস্তব প্রশিক্ষণের নম্বর সংযোজন করে ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসিসহ সমমানের সব পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সমস্যা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ আশাদুল কবির।