ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’ থেকে অস্ত্র ও বোমা উদ্ধারে মামলা

ঝিনাইদহ সদর উপজেলায় লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 10:43 AM
Updated : 9 May 2017, 10:43 AM

সদর থানার এসআই গোকুল চন্দ্র অধিকারী বাদী হয়ে সোমবার রাতে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন।

মামলায় বাড়ির মালিক শামীম হোসেন শামীমের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার।

তিনি বলেন, লেবুতলা গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার খবর পেয়ে রোববার সকালে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল বাড়িটি ঘেরাও করে।

“অভিযান চালিয়ে সেখান থেকে আটটি বোমা ও একটি পিস্তল উদ্ধার করে। তাছাড়াও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়।”

এ ঘটনায় শামীমের মা সুফিয়া বেগমকে আটকের পর জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।