খুলনায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, সড়ক অবরোধ

খুলনা শহরে ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার পর এক ঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।  

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 04:12 AM
Updated : 9 May 2017, 07:11 AM

খানজাহান আলী থানার ওসি আশরাফুল আলম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফুলবাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোস্তাফিজুর রহমানের (১২) বাড়ি খানজাহান আলী থানার সোনালী জুট মিলের পাশে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আশরাফুল বলেন, “সকালে সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে খুলনা থেকে যশোরগামী একটি ট্রাক মোস্তাফিজুরকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর জুট মিলের শ্রমিকেরা খুলনা-যশোর মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করলে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে বলে জানান তিনি।