মানিকগঞ্জে অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার

মুক্তিপণের দাবিতে মানিকগঞ্জ থেকে অপহরণের দুই দিন পর সিরাজগঞ্জ থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 05:15 PM
Updated : 8 May 2017, 05:19 PM

সিরাজগঞ্জের তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ ও তাড়াশ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহৃত বাঁধনকে (৯) উদ্ধার করে।

বাঁধন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজরিয়া গ্রামের আসলাম শেখের ছেলে।

আটক মোয়াজ্জেম হোসেন (২২) তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘি গ্রামের আকবর আলীর ছেলে।

ওসি মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে বাঁধনকে তাদের বাড়ির কাছ থেকে ফুঁসলিয়ে নিয়ে অপহরণ করেন মোয়াজ্জেম।

“মোবাইল ফোনে বাঁধনের বাবা ও বোনের কাছে কয়েক দফায় মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন তিনি। অভিযোগ পাওয়ার পর সাকুয়াদিঘি গ্রামে অভিযান চালিয়ে একটি ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাঁধনকে উদ্ধার করা হয়। আর আটক করা হয় অপহরণকারী চক্রের হোতা মোয়াজ্জেমকে।”

বাঁধনকে তার পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনজুর।