পূর্বাচলে রাজউকের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের পূর্বাচলে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ বসতবাড়ি উচ্ছেদ করেছে রাজউক।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 02:47 PM
Updated : 8 May 2017, 02:47 PM

সোমবার দিনভর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রাজউক কর্মকর্তাদের উপস্থিতিতে চলে এ অভিযান।

পূর্বাচলের অতিরিক্ত প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২ ও ১৩ নম্বর সেক্টরে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকানপাট, বসতবাড়ি ও অফিস গড়ে ওঠে। আবার ১ নম্বর সেক্টর এলাকায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য সংরক্ষিত জমিতে সম্পূর্ণ অবৈধভাবে কথিত নীলা মার্কেট গড়ে তোলা হয়।

“এতে প্রকল্পের উন্নয়নকাজ ব্যাহত হয়। তাছাড়া গণমাধ্যেমে অবৈধ দখল বিষয়ে সংবাদ আসায় রাজউকের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়। এসব কারণে ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় প্লাটুন রিজার্ভ পুলিশ ও রূপগঞ্জ থানার সহায়তায় চারটি বুলডোজার দিয়ে উচ্ছেদ চালানো হয়।”

রাউজকের প্রকল্প পরিচালক আব্দুল আউয়াল, অতিরিক্ত প্রকল্প পরিচালক শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জামশেদ আলী উপস্থিত ছিলেন বলে জানান প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক।