ফেনীতে অপহরণ মামলায় নারীর ১৪ বছরের দণ্ড

ফেনীতে দুই স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 02:43 PM
Updated : 8 May 2017, 02:44 PM

সোমবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা আক্তার রুবি (২৫) লক্ষ্মীপুরের হাজিরহাট থানার চর জাঙ্গালিয়া গ্রামের মো. আজাদের স্ত্রী। তিনি জামিনে থাকলেও রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

একইসঙ্গে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান এপিপি ফরিদ আহম্মদ হাজারী।

মামলার নথর বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ফেনীর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীকে চকলেট দেওয়ার নাম করে অপহরণ করেন ফাতেমা। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে আটক করে।

“পরে ফাতেমা ও দুই শিশুকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায় উদ্ধারকারীরা। পরে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বাদী মামলা করেন।”