রাবি রেজিস্ট্রারের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের ১৫ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 09:37 AM
Updated : 8 May 2017, 10:23 AM

সোমবার সকাল ৯টার দিকে তিনি পদত্যাগ করেন বলে সহকারী রেজিস্ট্রার মো. মোকলেছুর রহমান জানান।

বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

মোকলেছুর রহমান বলেন, “সকাল ৯টার একটু আগে রেজিস্ট্রার এন্তাজুল হক স্যার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

তবে পদত্যাগের কারণ বলতে পারেননি তিনি।

এ বিষয়ে কথা বলতে উপাচার্যকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

উপাচার্যের পদ শূন্য থাকার ৪৮ দিন পর পর আব্দুস সোবহানকে দ্বিতীয়বারের মতো এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। তবে এখনও উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে।