পিরোজপুরে নিষিদ্ধ জাল ধ্বংস

পিরোজপুরের সদর উপজেলায় ১ লাখ ১০ হাজার মিটার বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 08:03 AM
Updated : 8 May 2017, 08:07 AM

পিরোজপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, সোমবার সকালে বেকুটিয়া ফেরীঘাট এলাকায় জালগুলো পোড়ানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা রোববার রাত থেকে সকাল পর্যন্ত স্থানীয় কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্ধ করে।

“এর মধ্যে ৩০টি কারেন্ট জাল, নয়টি বেহুন্দিজাল, একটি চরগড়া ও দুইটি জগৎবেল জাল রয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।”

উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানান তপন।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.মোশাররফ হোসেন, কোষ্ট গার্ড কর্মকর্তা আমীর হোসেন, উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা দেবাশিষ বাছাড়সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।