ময়মনসিংহে ঝড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 12:29 PM
Updated : 7 May 2017, 12:29 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নাইন জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে উপজেলার দুল্লা, বড়গ্রাম, তারাটী, ঘোগা, বাঁশাটী, মানকোন ও কাশিমপুর ইউনিয়নসহ পৌরসভার আশপাশের এলাকায় কয়েকশ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত আব্দুল মজিদের (৬০) বাড়ি তারাটী ইউনিয়নের মৈশাদিয়া গ্রামে।

ইউএনও বলেন, ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে আব্দুল মজিদ নিহত হন। এসময় সেখানে আরও দুইজন আহত হন।

ঝড়ে চাল উড়িয়ে নেওয়ায় বিনোদবাড়ী দাখিল মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার ক্লাস করতে পারেনি বলেও জানান তিনি।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-০১ এর জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন জানান, ঝড়ে বিভিন্ন স্থানে ৫৭টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে সংযোগ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের পর থেকে উপজেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবারাহ বন্ধ রয়েছে বলে জানান তিনি।

ঘোগা ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমান জানান, তার এলাকার অর্ধশতাধিক কাঁচা ঘর ভেঙে পড়েছে। শত শত গাছপালা উপড়ে গেছে। এসময় গাছের ডাল ভেঙে পড়ে ও ঘরের নিচে চাপা পড়ে ২০ জন আহত হয়েছে।

মুক্তাগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন জানান, পাড়াটঙ্গী এলাকার সোলেমানের ঘরের উপর একটি গাছ উপড়ে পড়লে সোলেমান, তার স্ত্রী ও সন্তান আহত হন।