রূপগঞ্জে বালু ভরাট নিয়ে সংঘর্ষ, একজনের কব্জি বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 03:18 PM
Updated : 6 May 2017, 03:18 PM

শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

তাকে নাঈম মিয়াকে (৩৩) রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় নির্মাণাধীন ইউরো গ্যাস কোম্পানির বালু ভরাট কাজ চলছিল। এ কাজ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কোম্পানির লোকজনের বিরোধ হয়।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিকালে স্থানীয় কাজীরবাগ এলাকার ২০/২৫ জন যুবক দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে কোম্পানির আঞ্চলিক অফিসে হামলা করে। এ সময় দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে নারী ও পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ইউরো গ্যাস কোম্পানির আঞ্চলিক অফিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “স্থানীয় কয়েকজন বালু ভরাটের কাজ না হামলা চালিয়েছে। এতে আমাদের নিরাপত্তাকর্মী নাঈম মিয়ার ডান হাতের কব্জি বিছিন্ন হয়ে গেছে।”