রাঙামাটিতে পরিবহন ধর্মঘটের ডাক

রাঙামাটির অভ্যন্তরীণ সড়ক ও নৌ পথে যানবাহন চলাচলে নিরাপত্তার দাবিতে রোববার থেকে জেলার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 01:54 PM
Updated : 6 May 2017, 01:56 PM

শনিবার রাঙামাটি ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. রুহুল আমিন জানান, শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।

তিনি জানান, চাঁদাবাজী, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জান মালের ঝুঁকি নিয়ে রাঙামাটির সবকটি রুটে যানবাহন চালাতে হয়।

“গত ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের সাপছড়ি এলাকায় বাস, মিনি বাসসহ ১০-১২ যানবাহন থামিয়ে চালক-শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।”

এসব সড়ক ও নৌপথে পরিবহন ও যানবাহন চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌপথে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর পরেও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেওয়া না হলে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।