নীলফামারীতে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নীলফামারীতে তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 11:24 AM
Updated : 6 May 2017, 11:24 AM

শনিবার রংপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ।  

এরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার ছোটরাইতা সাহাপাড়া এলাকার প্রয়াত অনীল চন্দ্র সাহার ছেলে অনুপ কুমার সাহা (৩৫), বসকপাড়া পূর্ব চিকনমাটি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৪৪) ও দক্ষিণ আমবাড়ি এলাকার সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮)।

সংবাদ সম্মেলনে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারদের হাজির করা হয়। 

র‌্যাব কর্মকর্তা আতিকুল্যাহ বলেন, শুক্রবার রাতভর ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুটি ওয়ান শ্যুটারগান, ১১টি মোবাইল সেট, ১৯টি মোবাইল সিম, একটি সিপিইউ, দুইটি মনিটর ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। নীলফামারী, রংপুর ও ঢাকার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।   

এ ঘটনায় অস্ত্র আইন এবং ছিনতাই ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে।