সুদের টাকা নিয়ে বিরোধ, টেটার আঘাতে নিহত বৃদ্ধ

ঢাকার সাভারে সুদে নেওয়া টাকার বিরোধে টেটার আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2017, 03:43 PM
Updated : 5 May 2017, 03:43 PM

শুক্রবার ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে কদম আলী নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন।

নিহত তফিজ উদ্দিন তপু (৭৫) চাইড়া গ্রামের বাসিন্দা।

ভাকুর্তা পুলিশ ক্যাম্পের এএসআই আলী আকবর জানান, তফিজ উদ্দিন তপু একই গ্রামের কদম আলী নামের এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছুদিন আগে সুদে টাকা ধার নেন। কিন্তু সময়মতো সুদের টাকা দিতে না পরায় কদম আলী টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন।

এএসআই আলী আকবর বলেন, জুম্মার নামাজের পর কদম আলীর কাছে গিয়ে তফিজ উদ্দিন তপু টাকা পরিশোধের সময় বাড়িয়ে দিতে বলেন। কিন্তু কদম আলী সময় বাড়াবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“তখন ক্ষিপ্ত এক কদম আলী টেটা ছুড়ে মারলে তফিজ উদ্দিনের শরীরে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে কদম আলী পলাতক রয়েছেন বলে জানান তিনি।