মেহেরপুরে গ্রেনেড ও গুলি উদ্ধার

মেহেরপুর সদরে একটি গ্রেনেড ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, যেগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2017, 02:38 PM
Updated : 5 May 2017, 02:41 PM

শুক্রবার বিকালে আমঝুপি গ্রামে এগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিকাল ৫টার দিকে আমঝুপি সাকু পাড়ায় এরশাদ আলীর বাড়িতে একটি পুকুর খননের সময় শ্রমিকরা কিছু ‘ধাতব পদার্থ’ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

“পরে সদর থানার এসআই রবিউল ইসলাম ঘটনাস্থল থেকে গুলি ও গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে আসেন।”

ওসি বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার করা গুলি ও গ্রেনেড ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের। মুক্তিযোদ্ধারা এগুলো মাটিতে পুঁতে রেখে থাকতে পারেন।  

গ্রেনেডটি থানা চত্বরে পানি ভর্তি বালতিতে নিষ্ক্রিয় করার জন্য রাখা আছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি।