গাইবান্ধায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা, গুদাম সিলগালা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকারি খাদ্য গুদামে চাল ঘাটতির অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে ওই গুদামটি বন্ধ করে দেওয়া হয়।  

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2017, 01:04 PM
Updated : 5 May 2017, 01:04 PM

বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহাদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামি হলেন গোলাপবাগ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. আবদুল্যাহ।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বিকালে তিনি আকস্মিকভাবে উপজেলা সদরে অবস্থিত গোলাপবাগ সরকারি খাদ্যগুদামে যান। এসময় তিনি গুদামের মজুদের খোঁজখবর নিতে গেলে ৪২ মেট্রিক টন চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে খাদ্য গুদামটি সিলগালা করা হয়।

“এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশও দেওয়া হয়।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহাদ আলী জানান, গুদামে চাল ঘাটতির অভিযোগে ওই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

আবদুল্যাহর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, চাল ঘাটতির অভিযোগে আবদুল্যাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত হচ্ছে এবং আবদুল্যাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।