দিনাজপুরে ১৮ হাজার শিক্ষার্থী ফেল গণিতে

এসএসসিতে সারা দেশে পাসের হার কমার মধ্যে ব্যতিক্রম হয়নি দিনাজপুর শিক্ষাবোর্ডেও।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 12:41 PM
Updated : 4 May 2017, 12:43 PM

বৃহস্পতিবার প্রকাশিত ফলে এবার এ বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ; যেখানে গত বছর পাশের হার ছিল ৮৯ দশমিক ৫৯ ভাগ।

এবার পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম। গত বছর আট হাজার ৮৯৯ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর বিপরীতে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় ৯২৯ জন।

দিনাজুপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এ শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার দুই হাজার ৬০৫টি বিদ্যালয় থেকে মোট এক লাখ ৬৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়; এর মধ্যে পাশ করেছে এক লাখ ৩৭ হাজার ৩৬২ জন।

পাশের হার কমার কারণ সম্পর্কে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণিতে সৃজনশীল, নতুন সিলেবাস, বহু নির্বাচনীতে ৪০ নম্বরের পরিবর্তে ৩০ নম্বর প্রণয়নের কারণে গণিতে প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী ফেল করেছে।

পাশের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে ছাত্ররা।

ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ৭৬ এবং ছাত্রদের পাশের হার ৮২ দশমিক ৩০। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯৩৪ জন এবং ছাত্রীদের জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯৯৫ জন।

একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যা একটি। পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়।