ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহে সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 07:51 AM
Updated : 4 May 2017, 07:51 AM

হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষ হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খোন্দকার ফারুকুজ্জামান ফরিদ।

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মাসুমের সঙ্গে সাবেক চেয়ারম্যান ফরিদের সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে অন্তত ১৫ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় রাউন্ড শট গানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এদিকে আহতদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে ওসি হরেন্দ্র নাথ সাংবাদিকদের জানান।

তিনি বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের মাসুম ও ফারুকুজ্জামানের সঙ্গে সদর আওয়ামী লীগের সাধারণ রশিদুলকেও আটক করে থানায় আনা হয়েছে। তবে রশিদুলকে আটকের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।