পিরোজপুরের যুদ্ধাপরাধ মামলা ট্রাইব্যুনালে

পিরোজপুরের এক ব্যক্তির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছে জেলার একটি আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 01:38 PM
Updated : 3 May 2017, 01:38 PM

বুধবার পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

গত ১৯ এপ্রিল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দেলোয়ার ফরাজী বাদী আব্দুল মান্নান খাঁ ওরফে মন্নাফ খাঁর (৭৭) বিরুদ্ধে এ আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলায় ১৯টি অভিযোগ আনা হয় এবং ২২ জনকে সাক্ষী করা হয়।

বাদীর আইনজীবী ওয়াহিদ হাসান বাবু বলেন, আসামি আব্দুল মান্নান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধচলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ হত্যা, ঘর-বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ধর্মান্তরিতকরণ ও ধর্ষণসহ নানা মানবতাবিরোধী অপরাধ করেছেন।

পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ে মান্নানকে ‘কুখ্যাত রাজাকার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।