কাউন্সিলরকে গ্রেপ্তারের পর দিনাজপুর পৌরসভায় তালা

চাঁদাবাজীর মামলায় এক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর দিনাজপুর পৌরসভা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে অন্য কাউন্সিলররা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 09:51 AM
Updated : 3 May 2017, 09:51 AM

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, বুধবার ভোরে মোস্তফা কামাল ওরফে মুক্তি বাবুকে শহরের চাওলিয়া পট্টি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বাবু দিনাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রেদওয়ানুর বলেন, দিনাজপুর কেন্দ্রীয় ফুলতলা শ্মশান ঘাট কমিটির সদস্য সচিব গৌর চন্দ্রশীলের কাছে চাঁদা দাবি ও তাকে লাঞ্ছিত করার অভিযোগে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বাবুর গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে পৌরসভার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় অন্য কাউন্সিলররা।

এ বিষয়ে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “অভিযোগের তদন্ত না করেই মোস্তাফাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে কাউন্সিলররা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীকে বের করে সব কক্ষে তালা দিয়ে দেয়।”