কিশোরগঞ্জে শিশু হত্যায় ৪ জনের প্রাণদণ্ড

কিশোরগঞ্জে দুই বছর আগে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে চার জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 09:04 AM
Updated : 3 May 2017, 09:23 AM

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুঁইয়া বুধবার এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা নয়পাড়া গ্রামের দুলাল, সোহাগ, আমিনুল ও ডালিম। তাদের সবাই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণে বলা হয়, আসামিরা ২০১৪ সালের ১২ অগাস্ট চরকাউনা নয়পাড়া গ্রামের মো. কামাল উদ্দিনের ১০ বছর বয়সী ছেলে সাকিবুল হাসান টুটুলকে অপহরণ করে।

পরে তারা কামালের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুইদিন পর বাড়ির পাশের একটি ঝোপ থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজাল জানান, এ ঘটনায় টুটুলের বাবা বাদী হয়ে ওই দিনই চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে মামলার বিচার কাজ শুরু করে আদালত।