সিরাজগঞ্জে নির্মাণাধীন বাঁধে ধস

সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন বাঁধের ১০০ মিটার যমুনা গর্ভে ধসে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 03:57 PM
Updated : 2 May 2017, 04:01 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার জাজুরিয়া খগেনের ঘাট অংশে ১০০ মিটার ধসে যায় বলে জানান টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ।

বালি ভরতি জিও বস্তা ফেলে ধস নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, উপজেলার পশ্চিম পাড়ের অংশ বিশেষ এবং টাঙ্গাইল জেলা রক্ষায় ২০১৫ সালের ২৪ নভেম্বর যমুনা তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ শুরু হয়। প্রাথমিকভাবে মাটি ফেলে ও জিও ব্যাগ দিয়ে তৈরি হয় বাঁধের অস্থায়ী অংশ; যার উপর পাথরের ড্রেসিং কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে নদীর চৌহালীর জাজুরিয়া খগেনের ঘাট অংশে ১০০ মিটার ধসে যায় বলে জানান তারা।

শাহজাহান সিরাজ বলেন, তৈরি বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হওয়ার জন্য এই ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কের কিছু নেই। কিছু দিনের মধ্যেই এর সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

এতে মূল বাঁধ নির্মাণে কোনো প্রভাব পড়বে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।