জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ তিনজন কারাগারে

দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসেনসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 12:16 PM
Updated : 2 May 2017, 12:17 PM

মঙ্গলবার দুপুরে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যরা হলেন সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শহীদুর রহমান ও সাবেক উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. শাহাব উদ্দিন বাদল। 

দুনীতি দমন কমিশনের গাজীপুর জেলার আইনজীবী মো. মোজাম্মেল হক জানান, দুর্নীতি মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বতী জামিনে ছিলেন তারা। পরে আদালতের নির্দেশ অনুযায়ী বিচারিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি সিদ্ধান্ত অমান্য করে নিয়ম বহির্ভুতভাবে ১৫৯ জন কর্মকতাকে সিলেকশন গ্রেড প্রদান এবং অর্থ আত্মসাতে অভিযোগে ২০১২ সালে এই তিনজন এবং সাবেক ভিসি কাজী শহীদ উল্লাহসহ ১৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একাধিক মামলা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ও এ এইচ এম শাহজাহান।

যা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে স্থানান্তরিত হয়।