কালবৈশাখী: রাজশাহীতে আরও ৫ লাশ

কালবৈশাখীর তাণ্ডবে রাজশাহী নগরীর কাছে পদ্মায় নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 03:24 AM
Updated : 2 May 2017, 04:25 AM

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তালাইমারি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন - নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫), শাহমুখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আবুল আহাদ (৯) ও তামিম (৯)।

রোববার সন্ধ্যার এ ঝড়ে নৌকা ডুবি ও বজ্রপাতসহ বিভিন্ন কারণে মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঝড়ের সময় নগরী দরগাপাড়া এলাকায় পদ্মার মাঝের চর থেকে যাত্রী নিয়ে বড়কুটি যাচ্ছিল নৌকাটি।

“মাঝ নদীতে ঝড়ে ডুবে গেলে কয়েকজন নিখোঁজ হয় বলে খবর আসে। দমকলকর্মীরা সোমবার দিনভর পদ্মায় তল্লাশি চালায়। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তালাইমারি এলাকায় পাঁচ লাশ ভেসে ওঠে।”

ঝড়ের পর মোট ছয়জন নিখোঁজের খবর ছিল পুলিশের কাছে।

বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, ছয়জনের মধ্যে চারজন ওই নৌকায় ছিল বলে জানালেও অন্য দুইজন কিভাবে নিখোঁজ হয় তা বলতে পারেনি স্বজনরা।

নিখোঁজ অন্যজন হলেন - নিহত আসাদুলের শ্যালক রাসেল।