পুলিশের চাকরি খুইয়ে ডাকাতিতে

ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর বরখাস্ত এক পুলিশ কনস্টেবলকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 11:38 AM
Updated : 1 May 2017, 11:40 AM

গ্রেপ্তার কিবরিয়া খান সমীর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম কৃষ্ণনগড় গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

রোববার রাতে বাকেরগঞ্জের চামটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নলছিটি থানার পরিদর্শক (অপারেশন) একেএম সুলতান মাহামুদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, ঝালকাঠির নলছিটি উপজেলায় নদীতে লঞ্চ থামিয়ে ডাকাতি করার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক সুলতান বলেন, পুলিশে কনস্টেবল পদে চাকরিরত অবস্থায় ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়ে বরখাস্ত হয়েছিলেন কিবরিয়া। তার বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় দুটি ছিনতাই মামলা রয়েছে।

২০১৫ সালের ২৯ মে বিকালে নলছিটি উপজেলার বিশখালি নদীর ইসলামপুর এলাকায় ৫ ডাকাত পুলিশ পরিচয়ে লঞ্চ থামিয়ে ডাকাতি করে।

ওই সময় তারা লঞ্চযাত্রী ব্যবসায়ী বাদশা হাওলাদারের চোখ ও হাত বেঁধে ১০ লাখ টাকা নিয়ে ট্রলারে পালিয়ে যায়।

ওই মামলায়ই কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুলতান।