কক্সবাজারে হত্যা মামলায় দণ্ডিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় দুই ডজনের বেশি মামলার আসামি এক ইউপি চেয়ারম্যানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব, একটি হত্যা মামলায় যার সাজাও হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 10:48 AM
Updated : 1 May 2017, 10:48 AM

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার বাড়ি থেকে সোমবার ভোরে ছৈয়দ নূরকে (৫২) আটক করা হয়।

রুহুল পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেজর রুহুল বলেন, গোপনে খবর পেয়ে র‌্যাবের একটি দল নূরের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে।

“পরে তার দেওয়া তথ্যে আরও একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়।”

র‌্যাবের এ কর্মকর্তা জানান, নূরের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক তৈরির জন্য তিনি অস্ত্র মজুদ রাখতেন।

“এছাড়া সাগরে মাছ ধরার ট্রলার লুট, লবণ ও মৎস্য চাষিদের কাছ থেকে চাঁদা আদায়,  ডাকাতি ও জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে নূরের বিরুদ্ধে পেকুয়া থানাসহ বিভিন্ন থানায় ২৯টির বেশি মামলা রয়েছে।”

একটি হত্যা মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়েছে বলেও জানান তিনি।