নড়াইলে কুকুরের কামড়ে আহত ২০

কুকুরের কামড়ে নড়াইল সদরের কয়েকটি গ্রামে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 09:18 AM
Updated : 1 May 2017, 09:18 AM

রোববার ও সোমবার উপজেলার ভান্ডারীপাড়া, বিলডুমুরতলা, সরসপুর, বাগডাঙ্গা, বরাশুলাসহ বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে প্রিয়তি বিশ্বাস (৫), সাদিয়া (৪), শুকুরোন (৫০), সোহাগ (২৪), জান্নাতি (৬), রাকায়াত (৩), রনি (৫), বনি (২৭), হাসান (৬) ও সুরাইয়াকে (৯) নড়াইল সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি।

বাগডাঙ্গা গ্রামের টুটুল মোল্যার ছেলে হাছিব মোল্যাকে (৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নড়াইল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলোক কুমার বাগচী জানান, রোববার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত ‘পাগলা’ কুকুরে কামড়ে আহত অন্তত ২০ জনকে নড়াইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।