সুনামগঞ্জে ঝড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত

বন্যায় হাওরে ফসলহানির মধ্যেই কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জে শত শত ঘরবাড়ি ভেঙে গেছে; উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 09:03 AM
Updated : 1 May 2017, 10:35 AM

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, রোববার রাতে সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় প্রবল কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

“এসব উপজেলার শত শত কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে, চাল উড়ে গেছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা ও বিদ্যুতের খুঁটি।”

জেলার অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করতে সহায়তা হিসেবে ঢেউ টিন দেওয়া হবে।

সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা রমেন পাল জানান, রাতে ঝড়ে তাদের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। পরে অন্যের বাসায় রাত্রিযাপন করতে হয়েছে। ঘরের সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

শহরের ধোপাখালি এলাকার আমির আলী বলেন, “এইবার ধান গেল, মাছ গেল, এখন ঘরের চালডাও গেল। আমার থাকার জায়গাও ঝড়ে নিয়ে গেল।”

সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসাইন আহমদ রাসেল জানান, সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। রাত ১১টা থেকে পৌর এলাকায় বিদুৎ নেই।  

শহরের বিভিন্ন স্থানে সড়কের উপর গাছ ভেঙে পড়েছে, এগুলো সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।