বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শুরু রোববার

হযরত শাহসুফি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র মৃত্যু দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠান শুরু হয়েছে, যা ফাতেহা শরীফ হিসেবে পরিচিত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 12:29 PM
Updated : 30 April 2017, 04:19 PM

রোববার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে মাগরিব নামাজ শেষে নফল নামাজ আদায় ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাকের পার্টির প্রেস সচিব শামিম দায়দার জানান, সোমবার (১ মে) শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

দেশ-বিদেশের শান্তিপ্রিয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা ধর্ম, বর্ণের মানুষ এ সম্মেলনে সমবেত হন।

শামিম দায়দার জানান, ২০০১ সালের ৩০ এপ্রিল রাত ১টা ৩৫ মিনিটে দারুল বাকায় খাজাবাবা ফরিদপুরীর মৃত্যু হয়। এরপর ২০০২ সাল থেকে দিনটি স্মরণে বিশ্ব জাকের মঞ্জিলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদিনের অনুষ্ঠানসূচিতে রয়েছে ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগি, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার ও বিশ্ব নবীর (সা.) মহাসত্যাদর্শ আলোকপাত করে ওয়াজ।

পীরজাদা খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সমবেতদের দফায় দফায় সাক্ষাত দান করবেন বলে আয়োজকরা জানান।