রংপুরে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

রংপুরে পাঁচ বছরের আগে এক মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 11:40 AM
Updated : 30 April 2017, 11:42 AM

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুরের গঙ্গাচড়ার রাজবল্লভ এলাকার আবু খয়ের (৫৭) ও সাজু মিয়া (৪২) এবং মৌলভীবাজার এলাকার মোহাম্মদ আলী ওরফে ব্ল্যাক মোহাম্মদ (৫২)।

আসামিদের মধ্যে মোহাম্মদ আলী ওরফে ব্ল্যাক মোহাম্মদ পলাতক রয়েছেন।

এছাড়া আদালত তিন আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা; না দিতে পারলে তাদেরকে আরও তিনমাস করে দণ্ড দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন। 

মামলার নথির বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের ৪ জুন রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গঙ্গাচড়া বাজার এলাকা থেকে খয়ের ও সাজুকে আটক করে। এসময় মোহাম্মদ আলী পালিয়ে যায়। পরে খয়ের ও সাজুর কাছ থেকে ৭৫৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ওই রাতেই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশিদুল ইসলাম। 

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান তদন্ত শেষে একই বছরের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।