গাজীপুরে ৪৫ স্থানে ‘সাড়াশি অভিযান’

গাজীপুরের জয়দেবপুর থানাকে ৪৫ভাগে ভাগ করে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 10:00 AM
Updated : 29 April 2017, 10:41 AM

শনিবার দুপুরে পুলিশ এ অভিযান শুরু করে বলে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান।

বেলা ২টার দিকে জেলা পুলিশ লাইন মাঠে এ সংক্রান্ত এক ব্রিফিং শেষে এ অভিযান শুরু হয়।

এসময় পুলিশ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

পুলিশ সুপার বলেন, রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কমী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা গাজীপুরে অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে।

“এসব এলাকার যেসব বাড়িতে মালিকথাকেন না; সেখানে কারা, কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কী, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে ।”

এছাড়া এ সময় বাড়ির মালিকদের সন্ত্রাসী ও জঙ্গি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট এবং ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ করা হয় বলে জানান তিনি।

এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় চলবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ (সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ছয় অতিরিক্ত পুলিশ সুপার ও তিন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পাঁচ শতাধিক পুলিশ জয়দেবপুর থানার আওতায় নয়টি ওয়ার্ডের ৪৫টি স্থানে একযোগে এ অভিযান শুরু করেছে।

এরআগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানার ১৫টি ওয়ার্ডে ৬০টি স্থানে একযোগে অভিযান চালায় পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদকসহ ১০ জনকে আটক করা হয়।