ঝড়ে সিলেটের স্টেডিয়ামে ব্যাপক ক্ষতি

ঝড়ে সিলেট শহরের অন্য কোথাও কোনো ক্ষতি না হলেও ভেঙে পড়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাচের অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 09:11 AM
Updated : 29 April 2017, 09:34 AM

শুক্রবার গভীর রাতে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানান বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঝড়ে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের অর্ধেক গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে।

“এছাড়া হসপিটালিটি বক্স ও মিডিয়া বক্সেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কাচের অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ ভেঙে গেছে। ভেঙে গেছে অনেক চেয়ার। ঝড়ের সময় কাচ ভেঙে যাওয়ায় বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়েছে অন্যান্য আসবাবপত্রও।”

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ঢাকা থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রিকেট বোর্ডের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়েছে বলে তিনি জানান।

গত ২০০৭ সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠার পর ২০১৩ সালে এখানে প্রায় ১২০ কোটি টাকার সংস্কারকাজ করা হয়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করার পর সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এখানে।

ঝড়ে সিলেটের বিভিন্ন গ্রামে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও শহরের কোথাও কোনো ক্ষতির খবর খুঁজে পাওয়া যায়নি।