‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে’ অন্য নামফলক

নড়াইলে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের’ ফটকে আরেকটি নামফলক বসানোর ঘটনা ঘটেছে, যার দায়দায়িত্ব কেউ নিচ্ছে না।

মাহবুবুর রশিদ, নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 12:01 PM
Updated : 28 April 2017, 12:35 PM

জেলা প্রশাসন এ ঘটনা কে ঘটিয়েছে তা বলতে না পারলেও নতুন লাগানো নামফলক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

শুক্রবার দুপুরে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের’ দক্ষিণ পাশে নবনির্মিত গেটের উপর ‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’ লেখা ফলক দেখা গেছে।

এর পিছনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম লেখা পুরাতন নামফলকটিও দেখা যায়।

নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম নামফলক লাগানোর বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জেনে তা অবিলম্বে সরিয়ে নিতে বলেছি। পরে সঠিক নামফলক বসানো হবে।”

জাতীয় ক্রীড়া সংস্থার সহকারী পরিচালক সুকুমার সাহা বলেন, “গেটের নির্মাণ কাজ আমরা করেছি। কিন্তু লেখার জন্য আমাদের কোনো বরাদ্দ নেই। কে বা কারা ফলক লাগিয়েছে তা আমাদের জানা নেই।”

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মনির কনস্ট্রাকশনের’ বরাত দিয়ে তিনি বলেন, “গেট নির্মাণকারী ঠিকারদারি প্রতিষ্ঠান ওই নামফলক লাগায়নি বলে আমাকে জানিয়েছে।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনির কনস্ট্রাকশনের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের প্রাণকেন্দ্রে সকলের সামনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম নামের পরিবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নড়াইলের দুর্গাপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “এটি বীরশ্রেষ্ঠের তথা নড়াইলবাসীর অপমান। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, “জাতীয় ক্রীড়া সংস্থা স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের কাছ করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি,”