শেরপুরে অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 12:35 PM
Updated : 4 May 2017, 03:54 PM

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো.সোবাহান উদ্দিন জিহান (২০) শেরপুর শহরের নবীনগর পূর্বপাড়া গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৫ সালের ১৪ মার্চ দুপুর ১টার দিকে পরীক্ষা শেষে এক এসএসসি পরীক্ষার্থীকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রের সামনে থেকে অস্ত্রের মুখে অপহরণ করে আসামি।

এই ঘটনার পরের দিন ওই মেয়ের বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পাঁচজন আসামিকে করে অভিযোগপত্র দেয় পুলিশ।