শৈলকুপায় ছাত্র-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 12:20 PM
Updated : 27 April 2017, 01:26 PM

বৃহস্পতিবার দুপুরে ভাটই এলাকায় এ সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজকে সরকারি করার দাবিতে শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সকাল ১০টা থেকে বেলা ১২টা  পর্যন্ত অবরোধ করে রাখে।

“এ সময় দুইটি গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। পুলিশ ছাত্রদের সড়ক থেকে সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়।”

ওসি বলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

আহত সাত জনের মধ্যে তিন জন পুলিশ সদস্য রয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি তরিকুল।