এঁদোডোবা এখন পদ্মপুকুর

এঁদোডোবায় পরিণত হওয়া ফরিদপুর শহরের সিভিল সার্জনের বাসভবনের পুকুরটি এখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে; আর তার নাম হয়েছে পদ্মপুকুর। প্রতিদিন পদ্মের সৌন্দর্য দেখতে ভিড় করছে অনেক মানুষ।

ফরিদপুর প্রতিনিধিমফিজুর রহমান শিপন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 10:20 AM
Updated : 27 April 2017, 12:08 PM

সিভিল সার্জন অরুনকান্তি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, “ছোটবেলা থেকেই ফুল ভালোবাসি। আমাদের বাড়ির পাশে বিশাল জলাশয়ে পদ্ম ফুটত। সেই থেকে এই ফুলের প্রতি আমার বিশেষ ভালোলাগার জন্ম।”

ফরিদপুর আসার পর ডোবায় পরিণত হয়ে থাকা পুকুরটিতে তিনি পদ্মচারা লাগান। এখন ফুল ফোটায় তা দেখে খুশি এলাকাবাসী।

ফরিদপুরের সংস্কৃতিকর্মী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, সিভিল সার্জনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তার কারণেই আজ ফুলপ্রেমী, প্রকৃতিপ্রেমী মানুষেরা এখানে এসে আনন্দ পাচ্ছে।

“কেউ ইচ্ছা করলেই ভালো কিছু করতে পারেন, তার উদাহরণ এই পদ্মপুকুর।”

ছড়াকার ও আইনজীবী গাজী শাহিদুজ্জামান লিটন পদ্মপুকুর দেখতে এসে বলেন, “পদ্ম আমাদের গ্রামবাংলার একটি ঐতিহ্য, কিন্তু বর্তমানে জলাশয়গুলোয় তেমন একটা দেখা যায় না।

“জেলার বোয়ালমারী উপজেলায় পদ্মডুবি নামে একটি বিল থাকলেও সেখানে পদ্মের অস্তিত্ব নেই। সিভিল সার্জন পদ্মফুল ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ নিয়েছেন তা সবাইকে আনন্দিত করেছে।”

এভাবে দেশের সরকারি সব কর্মকর্তা যদি প্রকৃতির দিকে খেয়াল রাখেন তাহলে দেশের প্রকৃতি নবসাজে সাজবে বলে তিনি মনে করেন।