মেহেরপুরে চেয়ারম্যান বাকী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী হত্যা মামলায় ১৮ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 10:16 AM
Updated : 27 April 2017, 10:17 AM

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রওশন আলী গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নায়েব মণ্ডলের ছেলে।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী শহিদুল হক জানান, ১৯৯৯ সালের ১৩ এপ্রিল সকালে কাজীপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আব্দুল বাকী মোটরসাইকেলে করে বাড়ি থেকে গাংনীর যাচ্ছিলেন।

“পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল এলাকায়স্থানে পৌঁছালে রওশন আলী ও নুরু মণ্ডল নামে আরেকজন মোটরসাইকেলে করে বাকীকে গুলি করে হত্যা শেষে পালিয়ে যায়।”

এ ঘটনায় ওইদিন বাকীর ভাই সাজ্জাদুল আলম স্বপন বাদী হয়ে ২১ জনকে আসামি করে মামলা করেন।

তিনি বলেন, মামলায় তিন দফা অভিযোগপত্র দেওয়া হয়। প্রথম দফায় ২১ জনকে আসামি করে। পরে ২০০৩ সালের ২০ মে দ্বিতীয় দফা অভিযোগপত্র দেওয়ার সময় নুরু মৃত্যুবরণ করায় তাকে বাদ দিয়ে এবং পরবর্তীতে তৃতীয় দফা তদন্তে ছয়জনকে আসামি করে ২০০৪ সালের ৮ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ।