আশুলিয়ায় হত্যামামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার সাভারে ঝুট ব্যবসার বিরোধে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রায় এক মাস পর এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 08:51 AM
Updated : 27 April 2017, 08:51 AM

গ্রেপ্তার পারভেজ দেওয়ান সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভেজ ও অপর আওয়ামী লীগনেতা মোয়াজ্জেম হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

“গত ২৯ মার্চ বিকালে নয়ারহাট বাজারে মোয়াজ্জেম ও তার লোকজনের ওপর হামলা হয়। দুই পক্ষের গুলাগুলিতে আব্দুর রহিম (৪৮) নামে একজন মারা যান।”

এ ঘটনায় চেয়ারম্যার পারভেজ প্রধান আসামি বলে জানান ওসি কাদির।