সিরাজগঞ্জে জেএমবি ‘সদস্য’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জেএমবির এক ‘সদস্যকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 03:20 PM
Updated : 26 April 2017, 04:01 PM

বুধবার বিকালে উপজেলার সলপ ইউনিয়নের ছোনতলা ব্রিজের নিচের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ১ এর সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান।

গ্রেপ্তার ময়নুল হক (৩০) উপজেলার চর মোহনপুর গ্রামের মৃত দেলদার আকন্দের ছেলে।

তিনি নব্য জেএমবির নেতা সারোয়ার-তামিম গ্রুপের অন্যতম সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা বলেন, গত ১ সেপ্টেম্বর উপজেলার চর মোহনপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে জেএমবির সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল। ওই সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ইসরাফিল, আলমাস ও রুহুল আমিনকে গ্রেপ্তার করলেও ময়নুলসহ ৪/৫ জন পালিয়ে যায়।

ওই ঘটনায় করা মামলার আসামি ময়নুল বলে জানান তিনি।

র‌্যাবের এ ক্যাম্প কমান্ডার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নুল জেএমবির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

“প্রায় আড়াই বছর আগে জেএমবির শীর্ষ নেতা তালহার সঙ্গে তার পরিচয় হয় এবং তাকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে আনসার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”