‘গাইড বই না কেনায়’ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

জামালপুরের সদর উপজেলায় ‘গাইড বই না কেনায়’ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 09:48 AM
Updated : 26 April 2017, 11:13 AM

নির্যাতনের শিকার মো. হাসানাত শাহরিয়ার (১১) স্থানীয় ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

এ ঘটনায় মঙ্গলবার তার বাবা মোহনপুর গ্রামের মো. আকরাম হোসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

আকরাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. লোকমান আলী ও সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দীন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গাইড বই কেনার জন্য চাপ দিয়ে আসছিলেন।

“গাইড বই কিনতে রাজি না হওয়ায় গত ১৯ এপ্রিল নিজাম উদ্দীন হাত ও বেত দিয়ে তার ছেলে হাসানাতকে পেটান।”

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পেটানোর বিষয়ে পাওয়া অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই শিক্ষার্থীর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একাধিক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  প্রধান শিক্ষক লোকমান ও সহকারী শিক্ষক নিজামের চাপে ওই ক্লাসের ‘বেশিরভাগ শিক্ষার্থী’ গাইড বই কিনতে ‘বাধ্য’ হয়েছেন।       

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, “স্কুলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কোনো শিক্ষার্থীকে গাইড বই কেনার জন্য নির্যাতনও করা হয়নি।”