চুয়াডাঙ্গায় চরমপন্থি নেতার যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় অস্ত্র মামলায় এক চরমপন্থি নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 03:57 PM
Updated : 25 April 2017, 03:57 PM

মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক মো. রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা ওরফে সুজাউদ্দিন ওরফে জয়বাবু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল-পতাকা) আঞ্চলিক নেতা।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর বেলাল হোসেন জানান, ২০০৯ সালের ৭ নভেম্বর রাতে সদর উপজেলার আলোকদিয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির পেছন থেকে একটি শাটারগানসহ ধরা পড়ে জুয়েল রানা ওরফে জয়বাবু।

এ ঘটনায় সদর থানার তৎকালীন এসআই ইলিয়াস হোসেন জুয়েল রানাকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন।