খুলনা-রাজশাহী ট্রেন সাগরদাড়ী এক্সপ্রেস নতুন রূপে

আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নতুন রূপে খুলনা-রাজশাহী রুটে সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 12:45 PM
Updated : 25 August 2017, 03:59 PM

খুলনা রেল স্টেশন থেকে মঙ্গলবার বেলা ৩টার দিকে সাগরদাড়ি আনুষ্ঠানিকভবে যাত্রা শুরু করে রাজশাহীর উদ্দেশে।

এর আগে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ট্রেন যাত্রার উদ্ধোধন করেন।

বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, “সাগড়দাড়ি এক্সপ্রেসে ভারত থেকে আনা নতুন ১২টি বগি যুক্ত করা হয়েছে; যাতে ৯৬৬ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।”  

এর মধ্যে রয়েছে ৪৮ আসনের শীততাপ নিয়ন্ত্রিত একটি কেবিন, ৭৮ আসনের শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ একটি এবং প্রতিটি ১০৫ আসনের শোভন চেয়ার কোচ আটটি। এছাড়া রয়েছে পাওয়ার কার ও গার্ড রুম।  

খুলনা থেকে রাজশাহী রুটে ২০০৭ সালের ১ জুন সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে। ওই সময় ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ছিল না।