লাউয়াছড়ায় অটোরিকশার উপর গাছ পড়ে ২ নারীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিকশার উপরে গাছ পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 12:23 PM
Updated : 25 April 2017, 12:24 PM

মঙ্গলবার লাউয়াছড়া বনের জানকী ছড়া এলাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে চলন্ত অটোরিকশার উপর গাছ পড়লে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রবিউল ইসলাম।

এরা হলেন শ্রীমঙ্গল সন্ধানী এলাকার কেয়া পাল (৩০) ও সবুজ বাগ এলাকার সম্পা দেব।

তারা দুজনই কমলগঞ্জে সূর্যের হাসি ক্লিনিকে চাকরি করতেন বলে জানান শ্রীমঙ্গল থানার এসআই মো. রাব্বি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল বলেন, পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ চলন্ত অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলেই একজন এবং শ্রীমঙ্গল হাসপাতালেআরেকজনের মৃত্যু হয়।

লাউয়াছড়া বনের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের জানকী ছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ উপরে পড়লে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মীরা এসে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এতে প্রায় আধাঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও বনকর্মীরা গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।