বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন আবার স্থগিত

বগুড়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন আবার স্থগিত করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 06:34 PM
Updated : 24 April 2017, 06:34 PM

জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, উপরের নির্দেশে মঙ্গলবারের নির্বাচন স্থগিত করা হয়েছে।

উচ্চ আদালতে রিট আবেদনের কারণে বগুড়ার মোকামতলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য ফাহিমা বেগম বললেও প্রশাসনের কেউ সে বিষয়ে কিছু বলেননি।

ফাহিমা বেগম বলেন, ২৮ ডিসেম্বর বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন সদস্য পদে নির্বাচন হলেও মামলার কারণে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তিনি বলেন, আগের ভোটের সময় তিনি ভোট দিতে পেরেছিলেন। কিন্তু এবার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। তাই তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন।

তার রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের একটি বেঞ্চ আগামী ৮ জুন পর্যন্ত নির্বাচন স্থগিত করে ভোটার তালিকায় তার নাম কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে বলে জানান তিনি।