নোয়াখালী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দুপক্ষের বিরোধে স্থগিত হওয়ার সাড়ে তিন মাসেরও বেশি সময় পর নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 05:03 PM
Updated : 24 April 2017, 05:25 PM

১৫১ সদস্যের নতুন এ কমিটিতে এ জেড এম গোলাম হায়দারকে সভাপতি ও আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ এপ্রিল) নবগঠিত কমিটির অনুমোদন দেন।

সোমবার অনুমোদনের কপি জেলা বিএনপির হাতে এসে পৌঁছে বলে এ জেড এম গোলাম হায়দার জানান।

এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গঠনতন্ত্রে অর্পিত ক্ষমতাবলে মাননীয় চেয়ারপার্সনের নির্দেশনায় ইতিপূর্বে ঘোষিত নোয়াখালী জেলা বিএনপির আংশিক কমিটি সংশোধনপূর্বক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।”

নতুন কমিটির সহসভাপতিরা হলেন এবিএম জাকারিয়া, গিয়াস উদ্দিন সেলিম, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, বিকিউএম কামরুল ইসলাম, আনোয়ারুল হক কামাল ও ফিরোজ আলম মতিনসহ ১৪ জন।

যুগ্মসম্পাদক রয়েছেন মুক্তার হোসেন পাটোয়ারী, মোতাহের হোসেন মানিক, লিয়াকত আলী খান, মোস্তফা কামাল ও ফজলুল হক।

সাংগঠনিক সম্পাদকরা হলেন শহিদুল ইসলাম কিরণ, দিদার হোসেন ও আনোয়ার হোসেন বাহার।

গত বছরের ৩০ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ পর্যায়ে কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দ্বিতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

এরপর এ বছরের ফেব্রযারি মাসে আবদুর রহমানকে সভাপতি ও মাহবুব আলমগীর আলোকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।