ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তহসিলদার নিহত হয়েছেন। আহত হন তার সঙ্গে থাকা অপর আরোহী।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 03:45 PM
Updated : 24 April 2017, 03:45 PM

সোমবার মিনাবাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া (৫৫) ধরনীবাড়ি ইউনিয়নে তহসিলদার হিসেবে কর্মরত ছিলেন।

আহত মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ জানান, দুপুরে সরকারি কাজে দুটি মোটরসাইকেল যোগে তিনিসহ চার জন ধরনীবাড়ি ইউনিয়নের রুপারখামারের দিকে যাচ্ছিলেন।

“মিনাবাজারের রেল ক্রসিং অতিক্রমকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রমনাগামী ট্রেন তহশীলদার মিন্টু মিয়ার মোটরসাইকেলটিতে জোরে ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়লে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। তার পিছনে বসা আব্দুর রউফ গুরুতর আহত হন।”

তার মোটরসাইকেলটি অল্পের জন্য রক্ষা পায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, মিন্টু মিয়া উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। আহত আব্দুর রউফ ধরনীবাড়ি ইউনিয়নের আবুল কাশেম সরকারের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম হাসপাতালে ছুটে যান। মিন্টু মিয়ার লাশ উলিপুর ভূমি অফিসে নিয়ে এলে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।